Please log in to submit content!
By Puja Ghosh Monday June 7, 2021
শীঘ্রই আবার শুরু হবে IPL, তোড়জোড় শুরু এখন থেকেই। সৌরভের BCCI আইপিএলের দ্বিতীয় পর্বের খেলার অনুমতি পেতেই, আইপিএল কর্তৃপক্ষদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে ।
এই বছরের ৯ই এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএল মহামারী করোনার জন্য বন্ধ করে দিতে বাধ্য হয় ভারত সরকার এবং BCCI কর্তৃপক্ষ। কিন্তু সমস্ত বাধা উপেক্ষা করে সৌরভের BCCI, বাকি থাকা IPL ম্যাচ গুলি ইন্ডিয়া থেকে সরিয়ে আবার শুরু করার ব্যবস্থা নিয়েছে।
সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের (IPL) স্থগিত হয়ে যাওয়া বাকি ম্যাচগুলি আয়োজনের সরকারি অনুমতিও পেয়ে গেল বিসিসিআই। ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে টুর্নামেন্টটি আবার শুরু হবে|
সূত্রের খবর, গত বছর যেমন শারজা, দুবাই এবং আবু ধাবিতে ম্যাচ আয়োজিত হয়েছিল, এবারও টুর্নামেন্টটি সেখানেই হতে পারে। সেপ্টেম্বর-অক্টোবরের ২৫দিনের উইন্ডোতেই ম্যাচগুলি হবে। এর মধ্যে আটটি ডাবল হেডারও থাকবে।
ভারতে মহিলা ক্রিকেটাররাও তাদের খুব ভালো সুনামধন্য এক পরিচয় নিজেরাই তৈরী করে নিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই| তাই বিসিসিআই যখন আইপিএল হওয়ার সুবাদে আয়োজনের তোড়জোড়ে ব্যস্ত,ঠিক সেই সময়ই ভারতীয় পুরুষ এবং মহিলা ক্রিকেট দল রওনা দিল ইংল্যান্ডের উদ্দেশ্যে| সেখানে ভারতীয় মহিলা ক্রিকেটাররা, ইংল্যান্ডের সঙ্গে টেস্ট-ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সেখানে ১৮ই জুন থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবেন বিরাট কোহলিরা। তবে, এই করোনা পরিস্হিতিতে ক্রিকেট প্রস্তুতি শুরুর আগে দুই দলকেই নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকতে হবে। বোর্ডের তরফ থেকে টুইট করেই বিরাটদের লন্ডন যাওয়ার কথা প্রথম জানানো হয়। এছাড়াও রোহিত শর্মা,ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে একটি ছবিও পোস্ট করেছিলেন|
Write a comment.