পনির হল দক্ষিণ এশিয়ায় প্রচলিত ছানা থেকে তৈরি একটি দুগ্ধজাত খাদ্য |পনির দিয়ে নানান রেসিপি বানানো যায় | নিরামিষ রেসিপিতে পনির সবার উপরে নিজের স্হান করে নিয়েছে | আজ আপনাদের কাছে খুবই জনপ্রিয় খাবার পনির বাহার রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি |
পনির বাহার রান্নার উপকরণ :
পনির – 400 গ্রাম
টমেটো – 2 টি (ছোটো টুকরো করে কেটে নিতে হবে)
কাজু – 10-12 টি
কিসমিস – 10-12 টি
পোস্তদানা – 2 টেবিল চামচ
আদা বাটা – ½ টেবিল চামচ
লাল লঙ্কার গুঁড়ো – 1/3 টেবিল চামচ
হলুদ গুঁড়ো – 1/2 টেবিল চামচ
জিরা – 1 চা চামচ
তেজপাতা – 2 টি
নুন – স্বাদ অনুযায়ী
চিনি – 2 টেবিল চামচ (স্বাদ অনুযায়ী পরিবর্তন করতে পারেন)
তেল ও দুধ – প্রয়োজন অনুযায়ী
প্রণালী :
চৌকো পিস করে পনিরটা কেটে নিন।
শুকনো কড়াইয়ে পোস্তো,কাজুবাদাম ও কিসমিস দিয়ে ভালো করে ভেজে তুলে নিন |
এবার কড়াইয়ে তেল দিয়ে টমেটো কুচি দিয়ে ½ টেবিল চামচ নুন দিয়ে ভালো করে ভেজে নিন |
শুকনো ভাজা মসলা ও ভাজা টমেটো পেস্ট করে নিন |
কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরে ও তেজপাতার ফোড়ন দিন |
2টেবিল চামচ তেল দিয়ে আদা বাটা দিয়ে 2মিনিট নেড়ে নিয়ে মসলা পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিন |
এবার নুন, হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পনির দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুধ ও চিনি দিয়ে ভালো করে ফোটান |
ব্যাস পানির বাহার রেডি | গরম গরম পরিবেশন করুন পরোটা /নান/ পোলাওয়ের সাথে | ব্যাপারটা পুরো জমে যাবে |
Write a comment.