আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের এক নতুন রেসিপি : দই চিকেন । এটি একটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং সুগন্ধযুক্ত পদ। কম-বেশি প্রায় প্রতিটা রেস্টুরেন্টেই দই চিকেন একটি স্পেশাল ডিশ হিসাবে নিজের স্থান করে নিয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় এই দই চিকেন খুব অল্প সময়ে আজ আপনাদের শেখাবো। এটি ভাত / রুটি / নানপুরি / তন্দুরি রুটির সঙ্গে খুব ভালো যায় | কীকরে বানাবেন এই চিকেন দেখে নিন এখনি :
উপকরণ :
- চিকেন – 500 গ্রাম
- টক দই – 200 গ্রাম
- হলুদ গুঁড়ো – 1/2 চা চামচ
- লবণ – স্বাদ মত
- সরিষার তেল – 2 চা চামচ
- জল – পরিমাণ মত
- পেঁয়াজ বাটা – 1 টি
- পেঁয়াজ কুচি -2 টি
- আদা বাটা – 4 চা চামচ
- রসুন বাটা – 2 চা চামচ
- জিরা গুঁড়ো – 1 চা চামচ
- ধনে গুঁড়ো – 1 চা চামচ
- তেজপাতা – 2 টি
- এলাচ – 4 টি
- লবঙ্গ – 4 টি
- দারুচিনি – 2 টুকরো
- গোলমরিচ – 10 টি
- চিনি – 1 চা চামচ
- টমেটো কুচি – 1 টি
- লঙ্কা গুঁড়ো – 1 চা চামচ
- কাশ্মীরি লঙ্কা গুঁড়ো – 1 চা চামচ
- কাঁচা লঙ্কা কুচি – 4 টি
- গরম মসলা গুঁড়া – 1 চা চামচ
পদ্ধতি :
- প্রথমে চিকেনটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝড়িয়ে নিন।
- চিকেনের জল ঝড়ে গেলে এর মধ্যে লবণ, হলুদ, ½ পেঁয়াজ বাটা, ½ আদা বাটা, ½ রসুন বাটা এবং একটু সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিন।
- তারপর গ্যাসে কড়াই বসিয়ে তেল দিন। তেল গরম হলে তাতে চিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি,গোলমরিচ ও লঙ্কা কুচি দিয়ে 1 মিনিট নেড়ে নিয়ে বাকি পেঁয়াজ বাটা,আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিন এবং এগুলির কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
- এবার কাঁচা লঙ্কা কুচি ও পেয়াঁজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিন |
- পেয়াঁজ ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন।
- মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে লঙ্কাগুঁড়ো, জিড়ে গুঁড়ো, ধনেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং চিকেন দিয়ে দিন। ভালো করে কষতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ে |
- চিকেনের জল শুকিয়ে এলে দুইকাপ ফেটানো টক দই ও সামান্য পরিমান জল দিয়ে পরিমাণমতো লবণ,হলুদ ও ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে 10মিনিট ফুটতে দিন। মাঝে মাঝে একবার করে নেড়ে নেবেন |
- চিকেন সিদ্ধ হয়ে গেলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।
এবার গরম গরম ভাত / রুটি / নানপুরি / তন্দুরি রুটির সাথে দই চিকেন পরিবেশন করুন।
Write a comment.