মোগলাই চিকেন কোর্মা সকলেরই খুব চেনা একটি রেসিপি। অনেকেই ভাবেন এটি বানানো হয়তো খুব কঠিন। কিন্তু আপনি এটি ভেবে থাকলে খুব ভুল ভাবছেন। এটি সহজ ও খুব কম সময়ে বানানো যাবে। আজ আপনাদের সাথে আমার বানানো রেস্টুরেন্ট স্টাইলেমোগলাই চিকেন কোর্মার রেসিপি শেয়ার করছি।
উপকরণ :
- চিকেন – 1 কেজি
- পেঁয়াজ কুচি (বেরেস্তা করার জন্য) – 3 টি
- পেঁয়াজ (মিহি করে কাটা) – 4টি
- টমেটো – 3 টি
- আদা বাটা – 3 টেবিল চামচ
- কাজু বাদাম পেস্ট – 1 টেবিল চামচ
- নারকেল কোরা – 1 টেবিল চামচ
- কাঁচা লঙ্কা – 6 টি
- হলুদ গুঁড়ো – 1 টেবিল চামচ
- কাশ্মীরী লঙ্কা গুঁড়ো – 2 টেবিল চামচ
- জিরে গুঁড়া – 2 চা চামচ
- লেবুর রস – 1 টেবিল চামচ
- কেশর ভেজানো – ১ কাপ দুধ
- তেজেপাতা – 3 টি
- শুকনো লঙ্কা – 2 টি
- গোটা জিরে -2 চা চামচ
- গোলমরিচ -10 টি
- এলাচ – 6 টি
- লবঙ্গ – 4 টি
- কাবাব চিনি – পরিমাণ মত
- দারচিনি -2 টুকরো
- স্টার মরিচ -1 টি
- জায়ফল ও জৈত্রী -প্রয়োজন অনুযায়ী
- সর্ষের তেল – প্রয়োজন অনুযায়ী
- চিনি -2 চা চামচ
- নুন -স্বাদ মত
- ধনেপাতা – ½ কাপ
- ঘি – 1 টেবিল চামচ
ধাপ
- টকদই, আদা বাটা,কাঁচা লঙ্কা,কাজু বাদাম পেস্ট ,হলুদ গুঁড়ো,কাশ্মীরী লঙ্কা গুঁড়ো,জিরে গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিন |
- চিকেনটা ভালো করে ধুয়ে লেবুর রস ও মিক্স করে রাখা মশলার অর্ধেক পেস্ট ও স্বাদমতো নুন দিয়ে ২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন |
- শুকনো খোলায় তেজেপাতা,শুকনো লঙ্কা,গোটাজিরে,গোলমরিচ,এলাচ,লবঙ্গ,কাবাব চিনি,দারচিনি,স্টার মরিচ,জায়ফল ও জৈত্রী দিয়ে নেড়ে গুঁড়ো করে নিন |
- পেঁয়াজ কুচি কুচি করে কেটে গরম তেলে দিয়ে লালচে করে ভেজে বেরেস্তা করে নিন |
- এখন কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে তেলে চিনি, একটা শুকনো লঙ্কা,তেজ পাতা, 4 টি এলাচ, 2 টি লবঙ্গ,1টুকরো দারচিনি দিয়ে 1মিনিট নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিন |
- পেঁয়াজসোনালী হয়ে গেলে আগে থেকে করে রাখা মশলার বাকি অর্ধেক পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিন |তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে 5 মিনিট নেড়ে অর্ধেক বেরেস্তা দিয়ে 15 মিনিট ধরে কষিয়ে নিন |
- 15 মিনিট পর কেশর ভেজানো দুধ দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখুন |
- চিকেন সিদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা, গুঁড়ো করা গরম মশলা ও ধনে পাতা কুচি ছড়িয়ে দিন |
- সব শেষে অর্ধেক বেরেস্তা ও ঘি দিয়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখুন |
- সুস্বাদু মোগলাই চিকেন কোর্মা তৈরী |
এবার রুটি/নান/পোলাও/রাইস এর সাথে গরম গরম পরিবেশন করুন |
Write a comment.