• Log In/ Sign Up

Create a post

Please log in to submit content!

West Bengal Local Train News Update – Know the new time-table for West Bengal suburban trains [Bengali]

West Bengal Local Train News Update – Know the new time-table for West Bengal suburban trains [Bengali]

By Puja Ghosh Tuesday November 10, 2020

159

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘুচিয়ে অবশেষে বুধবার, ১১ই নভেম্বর থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন|জেনে নিন কোন শাখায়, কখন, কয়টি ট্রেন চলবে|

করোনার আবহে এ রাজ্যে প্রায় সাড়ে সাত মাস বন্ধ ছিল লোকাল ট্রেন, তবে আর নয় প্রতীক্ষা, রাজ্যবাসীর কথা মাথায় রেখেই বুধবার হতে চলেছে রাজ্যবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান| অর্থাৎ ১১ই নভেম্বর থেকে আবার লোকাল ট্রেন চলবে বলে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে| তবে জনসাধারণের কথা মাথায় রেখে ট্রেনের টাইম টেবিলের কোনো পরিবর্তন করা হবে না এমনটা জানা যাচ্ছে।

এ রাজ্যের অধিকাংশ মানুষের জীবিকা নির্ভর করে লোকাল ট্রেনের উপর| এভাবে প্রায় দীর্ঘ ৭ মাস ট্রেন বন্ধ থাকায় সাধারন মানুষ আর্থিক দিক দিয়ে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যেসমস্ত মানুষরা ট্রেনের উপরে ভরসা করে দিন কাটাতো|

এর জন্য প্রায় ১মাস ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় ও প্রতিটি স্টেশনেই বিক্ষোভ দেখা দিয়েছিল|সাধারণ মানুষ তাদের ক্ষোভের বহির প্রকাশ শুরু করেছিল। তাই সাধারন মানুষের অসহায়তার কথা মাথায় রেখে রাজ্যসরকারের সাথে একাধিক বৈঠকের পরে রেলমন্ত্রী ও রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে “সমস্ত স্বাস্হ্যবিধি মাথায় রেখেই আগামী বুধবার অর্থাৎ ১১ই নভেম্বর থেকে রাজ্যের প্রতিটি শাখাতেই কম-বেশী ট্রেন চলবে

Official Twitter Handle of Railway Minister Mr. Piyush Goyal

স্বাস্হ্যবিধির কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ ঠিক করেছে ট্রেনে যা প্যাসেঞ্জার যেত তার অর্ধেক প্যাসেঞ্জার নিয়ে চলবে ট্রেন| তবে যাত্রীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়িয়ে, নন-অফিস টাইমে ট্রেনের সংখ্যা কমানো হয়েছে| এছাড়া রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, নতুন কোনো টাইম টেবিল তৈরী হয়নি, বিভ্রান্তি এড়াতে ২০১৯ এর পুরানো টাইম টেবিল মেনেই চলবে ট্রেন|


দেখে নিন কোন শাখায় চলবে কটি ট্রেন —

রেল সূত্রে খবর প্রতিদিন রাজ্যে চলবে ৬৯৬টি ট্রেন |

  • শিয়ালদা ডিভিশনে  – ৪১৩টি (শিয়ালদা উত্তর ও মেন শাখায় ২৭০টি এবং দক্ষিন শাখায় ১৪৩টি)
  • হাওড়া ডিভিশনে  – ২০২টি
  • খড়গপুর ডিভিশনে  – ৮১টি (৪০টি আপ এবং ৪১টি ডাউন ট্রেন )

নিউ নরমালে শিয়ালদা ডিভিশনে ট্রেন চলবে:

  • শিয়ালদা – বঁনগা — ৩৯টি
  • শিয়ালদা – নৈহাটি — ২৪টি
  • শিয়ালদা – ক্যানিং — ৩১টি
  • শিয়ালদা – কৃষ্ননগর — ২২টি
  • শিয়ালদা – রানাঘাট – লালগোলা — ১০টি
  • শিয়ালদা – হাসনাবাদ — ২৬টি
  • শিয়ালদা – ব্যারাকপুর — ১৮টি
  • শিয়ালদা – ডানকুনি – বারুইপাড়া — ৩২টি
  • শিয়ালদা – গেঁদে — ২৪টি
  • শান্তিপুর – কল্যানী — ১৪টি

শিয়ালদা দক্ষিন শাখায় ট্রেন চলবে:

  • শিয়ালদা – বজবজ — ২৭টি
  • শিয়ালদা – লক্ষীকান্তপুর – নামখানা — ২১টি
  • শিয়ালদা – ডায়মন্ড হারবার — ২৪টি
  • শিয়ালদা – ক্যানিং — ৩১টি
  • শিয়ালদা – সোনারপুর — ১৯টি
  • শিয়ালদা – বারুইপুর — ২১টি

নিউ নরমালে হাওড়া ডিভিশন ট্রেন চলবে:

  • হাওড়া – ব্যান্ডেল — ৩৮টি
  • হাওড়া – গোঘাট — ১০টি
  • হাওড়া – কাটোয়া — ১২টি
  • হাওড়া – তারকেশ্বর — ১৯টি
  • হাওড়া – বর্ধমান মেন — ২০টি
  • হাওড়া – বর্ধমান কর্ড — ২২টি
  • ব্যান্ডেল – নৈহাটি — ১৮টি

নিউ নরমালে খড়গপুর ডিভিশন ট্রেন চলবে:

UP ট্রেন

  • হাওড়া – মেদিনীপুর — ১৩টি
  • হাওড়া – পাঁশকুড়ার — ৮টি
  • হাওড়া – আমতা — ৪টি
  • হাওড়া – খড়গপুর — ৪টি
  • সাঁতরাগাছি – পাঁশকুড়া — ১টি
  • পাঁশকুড়া – দিঘা — ১টি
  • মেচেদা – দিঘা — ১টি
  • শালিমার – সাঁতরাগাছি — ১টি
  • শালিমার – মেচেদা — ১টি।
  • হাওড়া – হলদিয়া — ২টি
  • হাওড়া – মেচেদা — ২টি
  • সাঁতরাগাছি – মেচেদার — ২টি

Down ট্রেন

  • মেদিনীপুর – হাওড়ায় –১২টি।
  • পাঁশকুড়া – হাওড়া — ৮টি
  • খড়্গপুর – সাঁতরাগাছি — ৫টি
  • মেচেদা – হাওড়ায় — ৩টি
  • হলদিয়া – হাওড়া — ২টি
  • সাঁতরাগাছি – শালিমার — ২টি
  • আমতা – হাওড়ায় — ৪টি
  • হাওড়া – বাগনান — ১টি
  • দিঘা – পাঁশকুড়া — ১টি
  • পাঁশকুড়া – সাঁতরাগাছি — ১টি
  • দিঘা – মেচেদা — ১টি
  • মেচেদা – সাঁতরাগাছি — ১টি

জেনে নিন বুধবার কোন স্টেশন থেকে কখন প্রথম ট্রেন ছাড়ছে

  1. হাওড়া – মেদিনীপুর প্রথম লোকাল: রাত ২.৪০
  2. খড়গপুর – হাওড়া প্রথম লোকাল: রাত ৩.০০
  3. পাঁশকুড়া – হাওড়া প্রথম লোকাল: রাত ৩.০৫
  4. মেদিনীপুর – হাওড়া প্রথম লোকাল: ভোর ৪.০৫
  5. মেচেদা – হাওড়া  প্রথম লোকাল: ভোর ৪.২০
  6. হাওড়া – বর্ধমান মেন প্রথম লোকাল: ভোর ৬.২০
  7. বর্ধমান – হাওড়া মেন প্রথম লোকাল: ভোর ৩.০৫
  8. হাওড়া – বর্ধমান কর্ড প্রথম লোকাল: ভোর ৫.০৫
  9. বর্ধমান – হাওড়া কর্ড প্রথম লোকাল: ভোর ৩.০০
  10. হাওড়া – ব্যান্ডেল  প্রথম লোকাল: ভোর ৫.১৪
  11. ব্যান্ডেল – হাওড়া প্রথম লোকাল: ভোর ৩.০৭
  12. হাওড়া – কাটোয়া প্রথম লোকাল: ভোর ৮.০০

জেনে নিন গুরুত্বপূর্ণ স্টেশন গুলির লাস্ট ট্রেনের সময়সূচি

  1. মেদিনীপুর – হাওড়া শেষ লোকাল: সন্ধে ৭.১৫
  2. পাঁশকুড়া – হাওড়া শেষ লোকাল: রাত ৮.১৮
  3. হাওড়া – খড়গপুর শেষ লোকাল: রাত ৮.৪৮
  4. হাওড়া – মেদিনীপুর শেষ লোকাল: রাত ৮.১৫
  5. হাওড়া – বর্ধমান মেন শেষ লোকাল: রাত১০.১০
  6. বর্ধমান – হাওড়া মেন শেষ লোকাল: রাত ৭.৫৫
  7. হাওড়া – বর্ধমান কর্ড শেষ লোকাল: রাত ১০.১০
  8. বর্ধমান – হাওড়া কর্ড শেষ লোকাল: রাত ৭.২০
  9. হাওড়া – ব্যান্ডেল  শেষ লোকাল: রাত ১১.১৫
  10. ব্যান্ডেল – হাওড়া শেষ  লোকাল: রাত ৯.০০
  11. হাওড়া – কাটোয়া শেষ লোকাল: রাত ৭.২০

করনার আবহে ট্রেন চললেও যাত্রীদের স্বাস্হ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে কিছু কড়া নির্দেশিকা পালনের দিকে নজর দিয়ে একটি SOP নির্দষ্ট করেছে, যাতে বলা হয়েছে যাত্রীদের অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং যেখানে-সেখানে থুতু ফেলা যাবেনা|

1
1
2
1

159



Write a comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *