বজ্রপাত থেকে বাঁচার উপায় কী? আসুন,জেনে নেওয়া যাক:
বৈশাখ মাসে কালবৈশাখীর ঝড় হওয়াটা স্বাভাবিক| কিন্তু শুধু ঝড় না, এর সাথে বৈশাখ মাসে মানুষকে বজ্রাঘাতের সম্মুখীন হতে হয়| কত মানুষের যে এই বজ্রাঘাতে মৃত্যু হয় তা বলা দুষ্কর| মানুষকে সচেতন হতে হবে, বজ্রপাতে মৃত্যুর হাত থেকে বাঁচার বেশ কিছু উপায় আছে| উপায় গুলি মেনে চলুন, কারন আপনার জীবন আপনার পরিবারের কাছে খুবই মূল্যবান|
বজ্রপাত থেকে বাঁচার উপায়
- বজ্রপাতের সময় পাকা বাড়ির নীচে আশ্রয় নিন। খোলা বা উঁচু জায়গায় আশ্রয় নেবেন না। উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন, কারন উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে।
- ফাঁকা জায়গায় বা কোনও যাত্রী প্রতিক্ষালয় বা বড় গাছ ইত্যাদি জায়গা থেকে দুরে থাকুন কারন, এখানে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে।
- বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর থাকুন। কারণ, জানালার গ্রিল লোহার হয় আর লোহা বজ্রপাত আকর্ষণ করে|
- বজ্রপাতের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ,কাঁসার জিনিস, ল্যান্ড লাইন টেলিফোন এগুলি স্পর্শ করবেন না।কারন বজ্রপাতের সময় এগুলোর সংস্পর্শ এসে অনেকে আহত হন।
- বজ্রপাতের সময় বৈদ্যুতিক সমস্ত জিনিসপত্র থেকে দুরে থাকুন। টিভি, ফ্রিজ, এসি, গিজার, চিমনি, ইনর্ভাটার ইত্যাদি বিদ্যুৎ সংযুক্ত সমস্ত কিছুর সুইচ বন্ধ করে প্লাগ খুলে রাখুন|
- বজ্রপাতের সময় রাস্তায় বা গাড়িতে থাকবেন না| যত দ্রুত সম্ভব পাকা জায়গায় আশ্রয় গ্রহণ করুন|
- রাস্তায় জল জমে থাকলে বজ্রপাতের সময় সেই জল স্পর্শ করবেন না|কারন,কাছাকাছি কোথাও বাজ পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনাও থেকে যায়।
- বাড়ি বা ফ্ল্যাটের মেন সুইচ অফ করে রাখবেন, নাহলে বাড়ির ইলেকট্রনিক্স জিনিস পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে|
ছাতা যেমন রোদ,বৃষ্টির হাত থেকে মানুষকে রক্ষা করে, বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করার জন্য এখন পর্যন্ত তেমন কিছু আবিষ্কৃত হয়নি তাই মানুষকে নিজের প্রান রক্ষার তাগিদে নিজেকে সতর্ক হতে হবে| তবেই প্রাণহানির আশঙ্কা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।
Write a comment.