• Log In/ Sign Up

Create a post

Please log in to submit content!

বজ্রপাত থেকে বাঁচার উপায় কী? আসুন,জেনে নেওয়া যাক

বজ্রপাত থেকে বাঁচার উপায় কী? আসুন,জেনে নেওয়া যাক

By Puja Ghosh Wednesday June 9, 2021

135

বজ্রপাত থেকে বাঁচার উপায় কী? আসুন,জেনে নেওয়া যাক:

বৈশাখ মাসে কালবৈশাখীর ঝড় হওয়াটা স্বাভাবিক| কিন্তু শুধু ঝড় না, এর সাথে বৈশাখ মাসে মানুষকে বজ্রাঘাতের সম্মুখীন হতে হয়| কত মানুষের যে এই বজ্রাঘাতে মৃত্যু হয় তা বলা দুষ্কর| মানুষকে সচেতন হতে হবে, বজ্রপাতে মৃত্যুর হাত থেকে বাঁচার বেশ কিছু উপায় আছে| উপায় গুলি মেনে চলুন, কারন আপনার জীবন আপনার পরিবারের কাছে খুবই মূল্যবান|

বজ্রপাত থেকে বাঁচার উপায়

  1. বজ্রপাতের সময় পাকা বাড়ির নীচে আশ্রয় নিন। খোলা বা উঁচু জায়গায় আশ্রয় নেবেন না। উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন, কারন উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে।
  2. ফাঁকা জায়গায় বা কোনও যাত্রী প্রতিক্ষালয় বা বড় গাছ ইত্যাদি জায়গা থেকে দুরে থাকুন কারন, এখানে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে।
  3. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর থাকুন। কারণ, জানালার গ্রিল লোহার হয় আর লোহা বজ্রপাত আকর্ষণ করে|
  4. বজ্রপাতের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ,কাঁসার জিনিস, ল্যান্ড লাইন টেলিফোন এগুলি স্পর্শ করবেন না।কারন  বজ্রপাতের সময় এগুলোর সংস্পর্শ এসে অনেকে আহত হন।
  5. বজ্রপাতের সময় বৈদ্যুতিক সমস্ত জিনিসপত্র থেকে দুরে থাকুন। টিভি, ফ্রিজ, এসি, গিজার, চিমনি, ইনর্ভাটার ইত্যাদি বিদ্যুৎ সংযুক্ত সমস্ত কিছুর সুইচ বন্ধ করে প্লাগ খুলে রাখুন|
  6. বজ্রপাতের সময় রাস্তায় বা  গাড়িতে থাকবেন না| যত দ্রুত সম্ভব পাকা জায়গায় আশ্রয় গ্রহণ করুন|
  7. রাস্তায় জল জমে থাকলে বজ্রপাতের সময় সেই জল স্পর্শ করবেন না|কারন,কাছাকাছি কোথাও বাজ পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনাও থেকে যায়।
  8. বাড়ি বা ফ্ল্যাটের মেন সুইচ অফ করে রাখবেন, নাহলে বাড়ির ইলেকট্রনিক্স জিনিস পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে|

ছাতা যেমন রোদ,বৃষ্টির হাত থেকে মানুষকে রক্ষা করে, বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করার জন্য এখন পর্যন্ত তেমন কিছু আবিষ্কৃত হয়নি তাই মানুষকে নিজের প্রান রক্ষার তাগিদে নিজেকে সতর্ক হতে হবে| তবেই প্রাণহানির আশঙ্কা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

135



Write a comment.