Please log in to submit content!
By Puja Ghosh Sunday November 8, 2020
আপনি কি জানেন পয়লা নভেম্বর থেকে আপনার Indane LPG গ্যাস বুকিং এর নম্বরটি পরিবর্তন হয়েগেছে? সবিস্তারে জেনে নিন গ্যাস বুকিং এর নতুন নিয়ম গুলো।
পয়লা নভেম্বর 2020 থেকে Indane LPG গ্যাস বুকিং এর পদ্ধতিতে সরকার এক পরিবর্তন এনেছে এমনটাই জানা যাচ্ছে LPG ডিস্ট্রিবিউটর এর তরফ থেকে। LPG সিলিন্ডার বুক করতে Indane গ্রাহকরা যে ফোন নম্বরটি এতদিন ব্যবহার করছিলেন সেটিও পরিবর্তন হয়েছে। গ্যাস রিফিল বুক করার নতুন ফোন নম্বরটি ইতিমধ্যেই গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে Indane LPG এর তরফ থেকে এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে। পয়লা নভেম্বর থেকে এই নতুন নম্বরের মাধ্যমেই বুকিং করা যাবে, পুরানো নম্বরটি আর চালু রাখা হবে না।
নতুন নিয়মে এখন গ্রাহক রা খুবই সহজে ইন্ডিয়ানের সিলিন্ডার বুকিং, হোয়াটসাপের মাধমেও করতে পারবেন। মোবাইল IVR, হোয়াটস্যাপ ছাড়াও গ্যাস বুকিং আরো কয়েকটি পদ্ধতি তে করা সম্ভব বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। Indane LPG গ্যাস বুকিং এর সমস্ত পদ্ধতি গুলো নিচে বিস্তারিত জেনে নিন।
9088324365 এই নম্বরটি পরিবর্তন হয়ে এখন 7718955555 এই নম্বরটি হয়েছে। গ্যাস বুক করতে প্রথমে 7718955555 এই নম্বরটি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ডায়েল করুন, এবং আপনার বুকিং সংক্রান্ত তথ্যগুলি শোনার পর ১ প্রেস করুন। ব্যাস আপনার এলপিজি রিফিল বুকিং কমপ্লিট হয়ে যাবে।
আপনার রেজিস্টার করা নম্বরে WhatsApp ওপেন করুন এবং 7718955555 – এই নম্বরটি সেভ করে এই নম্বর-এর হোয়াটস্যাপ চ্যাটবক্সটি খুলে “REFILL” টাইপ করে পাঠিয়েদিন। আপনার বুকিং সফলভাবে হয় যাবে।
https://cx.indianoil.in/webcenter/portal/Customer এই লিঙ্কটি ক্লিক করে প্রথমে লগইন করতে হবে ও তারপর ফার্স্ট অপশন “Book Your Cylinder” – এ ক্লিক করে একটি ছোট্ট ফর্ম ফিলাপ করতে হবে। এই ফর্মটিতে আপনারদের শুধুমাত্র “Refil cylender request for” অপশনে ক্লিক করে এলপিজি সিলিন্ডার বেছেনিতে হবে এবং “Book Now” বাটন প্রেস করলেই গ্যাস বুকিং হয়ে যাবে। পেমেন্ট করার জন্য আপনারা অনলাইন এবং ক্যাশ-অন-ডেলিভারি দুটি অপশনই পাবেন।
IndianOil ONE অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লেস্টোর থেকে ইন্সটল করুন। তারপর অ্যাপটিতে আপনার ডিটেলস দিয়ে লগ ইন করুন। আপের হোম স্ক্রিন-এ আপনি “Order Cylinder” অপশনটি পাবেন, তাতে ক্লিক করে “Order Now” অপশানে ক্লিক করুন এবং আপনার বুকিং কমপ্লিট করুন। আপনারা এই ক্ষেত্রে, পেমেন্ট করার জন্য অনলাইন এবং ক্যাশ-অন-ডেলিভারি দুটি অপশনই পাবেন।
পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর-এই তিনটি রাজ্যের Indane গ্যাসের গ্রাহকরা পয়লা নভেম্বর থেকে আর 9088324365 নম্বরে ফোন করে গ্যাস বুকিং করতে পারবেন না।
পয়লা নভেম্বর থেকে নতুন মোবাইল নম্বর 7718955555 -এ ফোন করে গ্যাস বুকিং করতে হবে। ইন্ডেন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন (ওয়েস্ট বেঙ্গল)- এদিন এমনটাই জানিয়েছে।
Write a comment.